দুষ্ট-মিষ্ট রোমান্টিক প্রেমের গল্প-- "অপেক্ষা" মিঃ_মধু'র_ভূবণ® , romantic true love story in bengali,
.jpg)
গল্পঃ অপেক্ষা
আচ্ছা আমি না ইয়ে মানে আমি না🤔 বলতেছি আমি না তো তোমার সাথে ফ্রেনশিপ করতে চাই 😭😭
নিলাঃ ও এই কথা ঠিক আছে আজ থেকে আমরা বন্ধু👫
ওরে আবুলরে আসল কথাটাই তো বলতে পারলাম না।
তোরা কেউ বিষ খা আমি মইরা যাই
সাহস করতে হবে সাহস💪💪 আমি একটা ছেলে একটুও লজ্জা করা যাবে না।
(কথা গুলো মনে মনে বললাম কারণ জোরে বলার সাহস নেই)🤭🤭
নিলাঃ আচ্ছা আমি এখন বাড়ি যাব বাই
আচ্ছা বাই
ঠাসঠাসঠাস
এই তুই আমাকে মারলি কেন😡
রনিঃএই সামান্য কথাটা বলতে পারলি না
---আরে শোন আরো তো দিন আছে তাইনা
রনিঃশুধু দিন না রাতও আছে😉😉
আরএকদিন বলবো চিৎকার করে বলবো ভালোবাসি শুধু তোমাকেই ভালোবাসি💗
আন্টিঃ কিরে বাবা একদিন পড়াশোনা করে পাগল হয়ে গেলি নাকি🙃 কি বলতেছিস আর কাকে বলতেচিস🤔
--আরে আন্টি কিছুনা বলেই বাড়ির বাইরে এক দৌড়
কিছুদিনের মধ্যেই আমাদের বন্ধুত্ব খুব মজবুত হয়ে যায়
কিন্তু এখনো আমি তাকে বলতে পারি নাই যে আমি ওকে ভালোবাসি💞
বলতে গেলেই শরিরের মধ্যে ভুমিকম্প শুরু হয়ে যায়
রনিঃ শোন নিলয় আজ যদি তুই নিলাকে বলতে না পারিস যে তুই ওকে ভালোবাসিস তাহলে আমি বলে দিব কিন্তু
ওই তোর কি আমাকে ভিতু লজ্জাশীল ছেলে মনে হয়।🤭 আমার ভালোবাসার কথা আমি বলব
রনিঃ তা তো গত তিন মাস থেকেই দেখছি।
বলব আমি আজই বলব
নিলাঃ আরে তোমারা এসে গেছো চলো ক্লাসে যাই
রনিঃ নিলা নিলয় তোমাকে কিছু বলতে চায় 👂
আরে না কিছু না
নিলাঃ নিলয় বলো কি বলবে
ইয়ে না মানে রনির দিকে তাকালাম রনি একটা শয়তানি হাসি দিয়ে চলে গেল😁😁
শালা মাইনকার চিপায় ফেইলা চলে গেলি তোর বউয়ের উপর ঠাডা পরব😬😬
নিলাঃ কি ভাবতেছ🤔🤔
আসলে কি ভাবে যে বলব
নিলাঃ কেন দারিয়েই বল😁😁
--নিলা আমি আমি তোমাকে ভালোবাসি💝I love you
নিলা চুপ হয়ে গেল কিছুই বলল না মুখ ঘুরিয়ে চলে গেল
রাস্তার পাশে একা দাঁড়িয়ে আছি
নিলাকে বলাটা ঠিক হয়নি ও হয়তো আমাদের বন্ধুত্বটাও ভেঙ্গে দিবে😥😥
পেছনে কাঁধে কে যেন হাত রাখল
ঘুরে দেখি নিলা
নিলাঃ কিরে কাঁদতেছিস কেন কি হয়েছে
--কই কিছু নাতো চোখে মনে হয় পোকা পরেছে
নিলা কিছু সময় আমার দিকে তাকিয়ে থেকে বলল
নিলাঃশোন আমাদের বাসায় আজ একটা অনুষ্ঠান আছে তুই কিন্তু আসবি
-- আমি যেতে চাই না নিলা
নিলাঃ কেন তুই না আমার রুম দেখতে চেয়েছিস আজ দেখাব
-- না নিলা আমি যাব না
নিলাঃ শোন আমি কিছুই শুনতে চাইনা তোর আসতে হবে
কেন আমি তোর কি হই যে আসতে হবে। আমি তো তোর কেউ না। কেন এতো জোড়াজুড়ি করতেছিস😢😢
নিলা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল আমিতো পুরাই অবাক
তাকিয়ে দেখি নিলার চোখে পানি 😢😢
নিলাঃ আমার উপর তোমার অনেক রাগ আনেক অভিমান তাইনা।
সব কিছু খুলে বলা যায়না নিলয় কিছু কিছু বিষয় বুঝে নিতে হয়।
তুমি আমার চোখের দিকে তাকাও তুমি কি বুঝতে পার না😢😢
--তারমানে তুমিও
নিলাঃ হ্যা অনেক ভালোবাসি শুধু তোমাকেই
---হয়েছে হয়েছে আর ন্যাকামো করতে হবে না তখনি বলে দিলেই পারতে এতো কষ্ট দেওয়ার কি আছে🙄
নিলাঃ ওই হয়েছে এখন আমাকে একটু জরিয়ে ধরো
-- পারবোনা আমার লজ্জা করে না বুঝি🤭🤭
নিলাঃ ওলে বাবুলে তুমি কি এখনো ছোট বাচ্চা যে লজ্জা করে
ছোট নয়তো কি আমার বয়স এখনো ১৬ বুঝলে
নিলাঃ তাই নাকি☺️☺️
--হুম😁😁😁😁
তারপর দুজনেই গল্প করলাম
নিলাঃ আচ্ছা এখন আমি যাই তোমার কিন্তু আসতে হবে
--ওকে বাবা আসব
তারপর বাসায় চলে আসলাম বিকেলে রনির সাথে নিলাদের বাসায় গেলাম গিয়েতো আমি পুরাই অবাক আজ নিলার জন্মদিন নিলাতো এই কথা বলে নি
নিলা আজ অনেক সুন্দর করে সেজেছে আজ তাকে পরির মতো দেখাচ্ছে যেন ডানা কাটা পরি
নিলা আমাকে দেখেই চোখ টিপ মারল
এই খাইছেরে এই মেয়ের তো দেখি লজ্জা বলতে কিছুই নাই🤭🤭
রনিঃ এই কাম সারছে নিলয় কি এসব তলে তলে এতো কিছু আর আমি কিছু জানিনা
তারপরে রনিকে সব খুলে বললাম
রনিঃ তুই এখন আমাকে বলছিস
-- আরে রাগ করিস কেন বললাম তো
আচ্ছা চল ওইযে নিলা ডাকতেছে
তারপর নিলার কাছে গেলাম
তুমিতো আমাকে তোমার জন্মদিন এর ব্যাপারে কিছুই বলো নি
নিলাঃ সারপ্রাইজ
---এই যা তোমার জন্য তো কোন গিফট আনিনি
নিলাঃ কেন একটু জরিয়ে ধরলেই তো হয়
--- কি??
রনিঃ এই তোরা থাক আমি যাই
ওই রনি কই যাস কি মেয়েরে বাবা এ আমার ইজ্জত সব লুটে নিল 🥺🥺
প্রিয় পাঠকেরা এখানে কিন্তু আমার দোষ নেই সব দোষ এই ছেমরির😁😁
তারপর কিছু সময় কাটিয়ে বাসায় চলে আসলাম
আমেদের দুষ্ট মিষ্টি প্রেম এই ভাবেই চলতে লাগল🥰
একদিন নিলা আর আমি বসে গল্প করতেছি ।
COMMENTS